১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

সাকিবকে সেরা বানাতে ভোট করবেন যেভাবে

Advertisement

জুলাই মাসের সেরা পারফরমারের পুরষ্কারের দৌড়ে সেরা তিনে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে মনোনয়ন দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ধারাবাহিক পারফরমেন্সের জন্য আইসিসি মনোনিত করেছিলো সাকিব আল হাসানকে। জানুয়ারিতে শুরু হওয়া এই পুরষ্কার বাংলাদেশের হয়ে প্রথম জিতেছিলেন মুশফিকুর রহিম।

এই প্রতিযোগিতায় সাকিবের মুল প্রতিদ্বন্দী  হলেন অস্ট্রেলিয়ার মিচেল মার্শ আর উইন্ডেসের ওয়ালশ জুনিয়র। বাংলাদেশের সাকিব আল হাসানকে সেরা বানাতে আপনারও করতে পারেন ভোট। আইসিসির অফিসিয়াল ওয়েব সাইডে গিয়ে আপনার পছন্দের খেলোয়াড়কে ভোট করতে পারবেন।

সাকিব আল হাসানকে ভোট করার লিংক:https://www.icc-cricket.com/awards/player-of-the-month/mens-player-of-the-month?fbclid=IwAR3JIqq7a-fkgC1o7QdRCNfQ-DHz0D9xvG2byeilq34GjHJr6RVVR8drCM4

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement