অস্ট্রেলিয়া সিরিজে অদভুত এক কান্ড করে বসেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় ম্যাচে সাকিবের যে পরিসংখ্যান ছিলো তৃতীয় ম্যাচেও হুবুহু তাই। সাকিবের এমন কাণ্ডের কথা বিশ্বাস করাও কঠিন। আসুন তবে দেখেনেই দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে কী ঘটিয়েছিলেন মিস্টার আল হাসান।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাকিবের রান ছিলো ২৬, তৃতীয় ম্যাচেও তাই। দ্বিতীয় ম্যাচে সাকিব এই রান করতে খেলেছিলেন ১৭ বল। সিরিজ জয়ের দিনেও তিনি খেলেছিলেন ১৭ বল। স্ট্রাইক রেটের ক্ষেত্রেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচেও ছিলো হুবুহু, ১৫২.৯৪। দ্বিতীয় ম্যাচেও তার করা ২৬ রান ছিলো দ্বিতীয় সর্বোচ্চ, তৃতীয় ম্যাচেও তাই। দ্বিতীয় ম্যাচেও সাকিব আউট হয়েছিলেন নবম ওভারের সময় তৃতীয় ম্যাচেও সাকিব প্যাভিলিয়নের পথ ধরেছেন সেই নবম ওভারেই। সেই ইনিংসেও ব্যাট হাতে চারটি বাউন্ডারি হাঁকিয়েছিলেন এই ম্যাচেও করেছেন তাই।
এ তো গেলো সাকিবের ব্যাট হাতে গেল দুই ম্যাচের পরিসংখ্যানের কথা। বল হাতেও হুবুহু ছিলেন সাকিব। দ্বিতীয় ম্যাচে তিনি নিয়েছিলেন এক উইকেট তৃতীয় ম্যাচেও তাই। এই উইকেটটি তিনি দ্বিতীয় ম্যাচে নিয়েছিলেন ৩ দশমিক ২ ওভারে। আর তৃতীয় ম্যাচেও তিনি উইকেটটি নিয়েছিলে একই সময়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব চার ওভার বল করে দিয়েছিলেন ২২ রান। তৃতীয় ম্যাচেও সাকিব দিয়েছেন ২২ রান।