১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

সাকিবের বিদ্ধংসী বোলিংয়ে অসহায় আত্মসমার্পণ অস্ট্রেলিয়ার

Advertisement

গেল ম্যাচেই সাকিবকে নিয়ে সমালোচনায় মেতেছিলো গোটা দেশ। এক ওভারে ৫ ছয় খেয়ে ম্যাচ হারিয়েন তিন? তার কারণেই টাইগার ম্যাচ হেরেছে বাংলাদেশ। এমন অপবাদ লজ্জা ও কষ্ট নিয়ে চতুর্থ ম্যাচে মাঠ ছাড়লেও, শেষ ম্যাচে সাকিব ফিরলেন আরও বিদ্বংসী হয়ে। বল হাতে একাই ধসিয়ে দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। অহংকারী অজিদের লজ্জা দিয়ে অলআউট করলেন মাত্র ৬২ রানে। টাইগারদের দেওয়া ১২৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নিজেদের ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন স্কোরে অলআউট হয়ে গড়লেন নতুন এক রেকর্ড। আর বাংলাদেশ জয় পেলো ৬০ রানের বিশাল ব্যবাধানে।

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে ব্যাটারদের ব্যার্থতায় ১২২ রানের বেশি স্কোর বোর্ডে জড়ো করতে পারেনি টাইগাররা। কিন্তু এই পুঁজি নিয়ে অস্ট্রেলিয়াকে এত বড় লজ্জা দেবে টাইগার বোলাররা তা হয়তো ভাবেনি কেউই। তবে সাকিব আল হাসান যে মাটে নেমে প্রতিশোধ নেবেন সেটা ছিলো অনুমেয়। আগের ম্যাচে সাকিবকে ৫ ছয় হাঁকানো ক্রিস্চিয়ানোকে বোল্ড আউট করে নাসুম বুঝিয়ে দিয়েছিলো এই উইকেটে লাইন লেন্থ ঠিক রেখে বল করলে উইকেটে থিতু হতে পারবে না অজি ব্যাটাররা।

দলীয় ১৭ রানে আবারও অজি শিবিরে আঘাত হানেন নাসুম। এবার শিকার করেন মার্শকে। পরের আঘাতটা করেন সাকিব, ক্যাপ্টেন ওয়েডকে ২২ রানে ফিরিয়ে ম্যাচ নিয়ে আসেন নিজেদের নিয়ন্ত্রনে। অস্ট্রেলিয়া পরিণত হয় ৩ উইকেটে ৩৮ রানে। পরে নাসমু-সাকিবের সাথে উইকেট নেওয়ার প্রতিযোগিতায় নামেন রিয়াদ ও সাইফউদ্দিন। অজিদের মিডেল অর্ডার ভেঙ্গে দেন এই দুই অলরাউন্ডার।

অজিদের ব্যটিং লাইনআপের শেষের দিকের তিন ব্যাটার টোনার, অ্যাগার ও এলিসকে ফিরিয়ে অজিদের লজ্জার ইতিহাস গড়তে বাধ্য করেন মিস্টার অলরাউন্ডার সাকিব আল হাসান। অজিদের অলআউট করেন ৬২ রানে আর টাইগাররা জয় পায় ৬০ রানের বিশাল ব্যবধানে। এই জয়ের ফলে ৪-১ ব্যাবধানে সিরিজ জিতলো টইগাররা।

বল হাতে সাকিব একাই নিয়েছেন চার উইকেট। তিন দশমিক চার বলে মাম্র ৯ রান দিয়ে অজিদের চার ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরান তিনি। আর নাসুম নিয়েছেন দুটি আর সাইফউদ্দিনের শিকার তিন উইকেট।

সংক্ষিপ্ত স্কোর
টস : বাংলাদেশ
বাংলাদেশ : ১২২/৮ (২০ ওভার)
নাঈম ২৩, রিয়াদ ১৯, সৌম্য ১৬, মেহেদী ১৩
এলিস ১৬/২, ক্রিশ্চিয়ান ১৭/৪
অস্ট্রেলিয়া : ৬২/১০ (১৩.৪ ওভার)
ওয়েড ২২, ম্যাকডারমট ১৭
সাকিব ৯/৪, সাইফউদ্দিন ১২/৩, নাসুম ৮/২
ফল : বাংলাদেশ ৬০ রানে জয়ী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement