বাংলাদেশ দলের সাকিব-মোস্তফিজ, মুশফিক রিয়াদের থেকে শিখতে চান নিউজিল্যান্ডের তুন অলরাউন্ডার রাচিন। ভারতীয় বংশোদ্ভূত রাচিন জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক, মুস্তাফিজের মতো বিশ্বমানের ক্রিকেটার খেলে বাংলাদেশ দলে। তাদের কাছ থেকেও আমরা শিখতে পারি এবং বুঝতে পারি যে নিজেদের কন্ডিশনে তারা কী করে এত ভালো খেলে।
২১ বছর বয়সী রাচিনের এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। নিজের অভিষেক নিয়ে রাচি বলেন, নিউজিল্যান্ডের হয়ে খেলতে পারা সবসময়ই দারুণ। অভিষেক হলে তা হবে অবিশ্বাস্য। তবে আশা করি আমরা দল হিসেবে জিতব এবং শিখব। ম্যাচ বাই ম্যাচই আমরা আগাতে চাই।