১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

সাকিব-সৌম্য-মোস্তাফিজের ইনজুরি গুরুতর নয়!

Advertisement

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অনিশ্চিত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, মোস্তাফিজ ও সৌম্য সরকার। জাতীয় ক্রিকেটে দলের একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় ইনজুরিতে পড়েছে সাকিব আল হাসান ,সৌম্য সরকার ও মোস্তাফিজ। তবে ইনজুরি তেমন গুরুত্বতর নয়। সাকিবের কুঁচকিতে টান রয়েছে, সৌম্য সরকরারের উড়ুতে ব্যথা অনুভব করছেন। আর মোস্তাফিজেরের সেই গোড়ালীর সমস্যা নিয়ে ভুগছেন।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, টানা সফরে দলের খেলোয়াড়দের কিছুটা সমস্যা হতে পারে তবে আমরা সেটা নিয়ে এতটা চিন্তিত নয়। হাবিবুল বাশর কিন্তু বলেই দিলেন তার জানামতে কোন ইনজুরি নেই বাংলাদেশে। তাই ধরেই নেওয়া যায় সাকিব, সৌম্য ও মোস্তাফিজকে পাওয়া যাবে প্রথম টি-টোয়েন্টি থেকেই।

ক্রিকেট বোর্ডের ডাক্তার দেবাশীষ চৌধুরীর বললেন, ইনজুরি রয়েছে এমন ক্রিকেটার থাকলে তাকে আগে থেকেই দুরে রাখা হতো, জৈব সুরক্ষা বলয়ে তাকে প্রবেশ করানো হতো না। ওদের তিনজনের যে অবস্থা না খেলতে পারারমত নয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement