একসাথে জোড়া রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট করার সময় দেশের মাটিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়েছেন তিনি, একইসাথে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও।
বলা বাহুল্য, দুটি রেকর্ডই টেস্ট ক্রিকেটের বিবেচনায়। এতদিন বাংলাদেশের মাটিতে সবচেয়ে বেশি রান ছিল তামিম ইকবালের (২৬২০)। মুশফিক ইতোমধ্যে ছাড়িয়ে গেছেন তামিমকে। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত* বাংলাদেশের মাটিতে তার টেস্ট রান ২৬৩৭।
এই তালিকায় তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান (২৫৪৫)। মুমিনুল হকের আছে ২৩১৮ রান। পঞ্চম স্থানে থাকা সদ্য সাবেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের রান ১৬২৬।
এদিকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এতদিন সবচেয়ে বেশি টেস্ট রান ছিল ঘরের ছেলে মুমিনুলের। তবে মুশফিক ছাড়িয়ে গেছেন অধিনায়ককে। মুমিনুল ৬ রান করে আউট হওয়ার পর সাগরিকা খ্যাত এই ভেন্যুতে তার মোট রান দাঁড়ায় ১২০৩। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের চা বিরতি পর্যন্ত সাগরিকায় মুশফিকের রান দাঁড়িয়েছে ১২৪৯-এ।
দেশের মাটি ও সাগরিকায় ‘রাজা’ এখন মুশফিক
জহুর আহমেদ স্টেডিয়ামেও টেস্টে সবচেয়ে বেশি রানের মালিক মুশফিক।
এই তালিকার তৃতীয় স্থানে আছেন আরেক ঘরের ছেলে তামিম ইকবাল (৯০৫)। চতুর্থ স্থানেও আরেক বাংলাদেশি সাকিব আল হাসান (৮৬৫)। লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা ৫৯৮ রান নিয়ে পঞ্চম স্থানে রয়েছেন।
একনজরে দেশের মাটিতে সবচেয়ে বেশি টেস্ট রান
নাম ইনিংস রান
মুশফিকুর রহিম ৭৮ ২৬৩৭*
তামিম ইকবাল ৭০ ২৬২০
সাকিব আল হাসান ৬৮ ২৫৪৫
মুমিনুল হক ৪৬ ২৩১৮
মাহমুদউল্লাহ রিয়াদ ৪৬ ১৬২৬
একনজরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সবচেয়ে বেশি টেস্ট রান
নাম ইনিংস রান
মুশফিকুর রহিম ৩২ ১২৪৯*
মুমিনুল হক ২০ ১২০৩
তামিম ইকবাল ২৯ ৯০৫
সাকিব আল হাসান ৩০ ৮৬৫
কুমার সাঙ্গাকারা ৬ ৫৯৮