আসছে অক্টোবরে মাঠে গড়াচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। ভারত, মালদ্বীপ, বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে ১ অক্টোবর থেকে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের আসর শুরু হচ্ছে মালদ্বীপে।
বুধবার, দুপুরে সাফ ফুটবলের সূচি প্রকাশ করা হয়েছে। টুর্নামেন্টের উদ্বোধনী দিনের প্রথম ম্যচে নেমপালের মুখোমুখি হবে স্বাগতীক মালদ্বীপ। দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একদিন বিরতি নিয়ে ৩ অক্টোবর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। পরে ৬ অক্টোবর স্বাগতীক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। নেপালের বিপক্ষে বাংলাদেশ খেলবে ১১ অক্টোবর।
মালদ্বীপের রাজধানী মালে সিটির ন্যাশনাল স্টেডিয়ামে আগামী ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। এই চ্যাম্পিয়নশিপের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মালে সিটির ন্যাশনাল স্টেডিয়ামে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে না পাকিস্তান, ভুটান ও আফগানিস্তান।