২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

সাবিনাদের অন্য রকম এক ‘অভিষেক’ আজ

Advertisement

দেশ ও দেশের বাইরে অনেক আন্তর্জাতিক ম্যাচই খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ কমলাপুর স্টেডিয়ামে ম্যাচটি একটু ভিন্ন রকম সাবিনাদের। জামালরা হরহামেশা ঘরের মাটিতে ফিফা প্রীতি ম্যাচ খেলেন। সেখানে আজই দেশের মাটিতে ফিফা প্রীতি ম্যাচে প্রথমবারের মতো খেলতে যাচ্ছে নারী ফুটবল দল। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেল ছয়টায় শুরু হবে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার ম্যাচটি। টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে এই ম্যাচ।

২০১৭ সালে আমন্ত্রণমূলক একটি টুর্নামেন্টে একবারই মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেবার হাড্ডাহাড্ডি লড়াই শেষে মালয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল লাল সবুজের প্রতিনিধিরা। দুই দলের র‍্যাঙ্কিং ব্যবধান ৬০ এর বেশি হলেও সহজে ছাড় দেবে না বাংলাদেশ। কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘রোজার পর থেকে কঠোর অনুশীলন করেছি। এডুকেশনাল ক্লাস হয়েছে মেয়েদের। আমরা পুরোপুরি প্রস্তুত এই দুই ম্যাচের জন্য। ধন্যবাদ বাফুফেকে এই ম্যাচের জন্য। দলের তিনজন ছাড়া সবারই আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে।’

মালয়েশিয়াকে পরোক্ষভাবে ফেভারিট বলেছেন ছোটন, ‘এই ম্যাচে মালয়েশিয়া ফিজিক্যাল ফিট। অভিজ্ঞতায়ও এগিয়ে। তাই ম্যাচেও এগিয়ে থাকবে তারা।’

অধিনায়ক সাবিনা খাতুন অনেক দিন পর খেলায় ফিরতে পেরে খুশি, ‘দীর্ঘ ৮-৯ মাস পর ফিরছি। কিছু সময় ভাল কেটেছে। মূল ফোকাস থাকবে এই ম্যাচে। র‍্যাঙ্কিংয়ে ফেরার সুযোগ এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ফোকাস থাকবে দেশের মানুষকে ভালো খেলা উপহার দেওয়া। আশা করি হতাশ করব না।’

এদিকে মালয়েশিয়ান কোচ জোসেফ বলেন, ‘এখানে আসার আগে এক সপ্তাহ অনুশীলন করেছে মেয়েরা। মূলত আমরা প্রস্তুতি নিচ্ছি জুলাইয়ে অনুষ্ঠেয় এএফএফ (আসিয়ান ফুটবল ফেডারেশন) টুর্নামেন্টের জন্য। এই ফিফা ম্যাচ দুটি ওই টুর্নামেন্টের জন্য আমাদের সহায়তা করবে। বাংলাদেশ আমাদের এখানে আমন্ত্রণ জানিয়েছে তাই এসেছি। এতে ভাল হয়েছে, আমরা স্বাগতিকদের দুর্বলতাগুলো দেখতে পাবো।’ ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে খেলা তিনজন ফুটবলার রয়েছেন এই দলে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement