প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) চিঠি দিয়ে ভুল করেছেন বলে জানিয়েছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় তিনি আরও বলেন, সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে তার সম্মানহানি করতে পারেন না। যে চিঠি তিনি আমাকে দিয়েছেন তা সংসদ সদস্যদের তৈরি করা আইনে নয়। সেটা নির্বাচন কমিশনের আইনে করা। আমি এটা নিয়ে হাইকোর্টে রিট করেছি। সংসদেও কথা বলবো। এটা পরিবর্তন করাব।
বুধবার ১৫ জুন সকাল ১১টা ২০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিয়ে এসব কথা বলেন বাহাউদ্দিন বাহার।
তিনি বলেন, আমি সরকারের অংশ নয়, আমি সংসদ সদস্য। যেহেতু আমি সরকারের অংশ নয় সুতরাং আমি থাকতেই পারি।