১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

নর্দমার পানি থেকে খাবার পানি তৈরি করছে সিঙ্গাপুর

Advertisement

আয়তনে ছোট কিন্তু অর্থনীতিতে শক্তিশালী দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দ্বীপরাষ্ট্র সিঙ্গাপুর। দেশটির খুবই সামান্য প্রাকৃতিক পানির উৎস রয়েছে। তাই খাবার পানির জন্যও পাশ্ববর্তী দেশ মালয়েশিয়ার ওপর পানি সরবরাহের জন্য নির্ভর করতে হয়।

নিজেদের স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে দেশটির সরকার ময়লা-আবর্জনাযুক্ত নর্পাদমার নিকে বিশুদ্ধ করার লক্ষ্যে টানেল ও উচ্চ-প্রযুক্তি সম্পন্ন নেটওয়ার্কের উদ্ভাবন ঘটিয়েছেন দেশটির গবেষকরা। যা নিওয়াটার নামে পরিচিত। এর মাধ্যমে ময়লা পানি প্রক্রিয়াজাত করে সিঙ্গাপুরের ৪০ শতাংশ চাহিদা পূরণে সমর্থ হবে।

সিঙ্গাপুর পানি কর্তৃপক্ষের (পিইউবি) হিসাব অনুযায়ী, ২০৬০ সালের মধ্যে তা বৃদ্ধি পেয়ে ৫৫ শতাংশ চাহিদা মেটাবে।

সিঙ্গাপুরের নিওয়াটার নামের এ প্লান্টে পাম্পের সাহায্যে নদর্মার ময়লা পানিকে বিশুদ্ধ খাবার পানিতে রূপান্তর করা হচ্ছে। যা একাধারে সাগরের দূষণ কমাতে সাহায্য করছে। প্রক্রিয়াজাত এই পানির বেশির ভাগই ব্যবহার করা হবে শিল্পখাতে। তবে এর কিছু অংশ সিঙ্গাপুরের পানীয় জলাধারে সংরক্ষিত থাকবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement