৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

ঈদুল আজহা উপলক্ষে সিডনিতে ঈদ এক্সিবিশন ২৬ জুন এবং ৩ জুলাই অনুষ্ঠিত হবে

Advertisement

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৬ জুন এবং ৩ জুলাই জুলাই রবিবার “ঈদ এক্সিবিশন” অনুষ্ঠিত হবে সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হলে। প্রদর্শনীটি চলবে সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এই আয়োজনকে সুন্দর করার জন্য গত ২৯ মে দুপুরে সিডনির বারডিয়াতে একত্রিত হয়েছিলেন নামকরা বুটিক হাউজের প্রতিনিধিগণ। ঈদ এক্সিবিশনের আয়োজনের পরিকল্পনা শেষে বারবিকিউ করা হয়।

সিডনী বাঙ্গালী বুটিক ক্লাব এবং সিডনী বাঙ্গালী কমিউনিটি ইনক্ এর সমন্বয়ে সিডনির সুন্দর পরিবেশে ঈদ এক্সিবিশনের আয়োজন করেছে বিগত বছরগুলোতে। গত ২০১৯ সালে ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রথমবারের মত যাত্রা শুরু করে আকর্ষণীয় বাঙ্গালীদের জন্য “সিডনির ঈদ এক্সিবিশন”।

ঈদের আনন্দ এবং নতুন জামা কাপড়, জুতা আর গয়না কেনার জন্য এই প্রদর্শনী শুধু ক্যাম্বেলটাউন এলাকার বাংলাদেশিদেরকেই আকর্ষণ করেনি, সাথে সারা সিডনির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন শত শত ক্রেতা। এই প্রদর্শনীর সময় ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল হল প্রাঙ্গণ থাকে মুখরিত এবং উৎসবমুখর।

অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাসরত বাংলাদেশিদের সহজে ঈদ কেনাকাটার সুযোগ করে দিতে প্রচুর পরিমাণে হাল ফ্যাশনের দেশী ও উপমহাদেশীয় ঈদ বস্ত্রাদি ও অলংকার সামগ্রী থাকবে এই এক্সিবশনের স্টল গুলোতে। দেশীয় পোষাক, রঙ, ডিজাইন ও ফ্যাশনের উপর গুরুত্ব তুলে ধরাই এই ঈদ এক্সিবিশনের মূখ্য উদ্দেশ্য।

আয়োজক সেলিমা বেগম জানান জানান, প্রতিবারের মতো এইবারও সিডনির সব নামকরা বুটিক হাউজগুলো বাংলাদেশি ও উপমহাদেশীয় প্রায় সব ধরনের হাল ফ্যাশান ও ডিজাইনার স্পেশাল শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, পাজামা-পাঞ্জাবী, ফতুয়া, শাল, বাচ্চাদের পোষাক, জুতাসহ নানা ধরনের গয়না নিয়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে উপস্থিত থাকবে এই প্রদর্শনীতে। ট্রেন স্টেশনের খুব কাছে, অগণিত ফ্রী কার-পার্কিংয়ের সুবিধা, প্রদর্শনীটি ইনডোরে তাই বৃষ্টির কোন প্রতিকূলতা নেই। এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ থাকবে মেহেদী কর্ণার। বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্যকে বজায় রাখতে আমাদের প্রচেষ্টা।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement