অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে আজ(সোমবার) মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের প্রথম তিন ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তবে চতুর্থ ম্যাচে হেরে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে টাইগারররা। অজিদের হোয়াইটওয়াশ করার ইচ্ছা থাকলেও সেটি আর হয়ে ওঠেনি। তবে শেষ ম্যাচে জিতে ৪-২ ব্যবধানে সিরিজ শেষ করতে চায় বাংলাদেশ।
এদিকে গেল রাতে ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠেছিলো শেষ ম্যাচ না খেলেই আমেরিকায় পরিবারের কাছে চলে যাবে সাকিব কিন্তু এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে আজ সাকিব মাঠে নামবে এমনটাই জানিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
অন্যদিকে টাইগারদের বিপক্ষে সিরিজ জিততে না পারলেও, এই ম্যাচ জিতে ৩-২ ব্যবধান নিয়ে দেশে ফিরতে চায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।