তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে রোববার, জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলেই টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিতে পারবে টাইগারররা। এর আগে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে ২৩ রানের হার মেনে নিতে হয় টাইগারদের। এদিন বাংলাদেশের টপ অর্ডারের সবাই ব্যার্থ হয়েছিলো রান করতে। তবে জিম্বাবুয়ের বোলাররা ঠিকই বল হাতে ছিলো দুর্দান্ত।
তৃতীয় টি টোয়েন্টিতে নিজেদের সেরা পারফরম করে জয় ছিনিয়ে আনার লক্ষ্য টাইগারদের। তবে জিম্বাবুয়েও ছেড়ে কথা বলবে না এটা নিশ্চিত।
সবকিছূ ঠিক থাকলে আগামীকাল রোববার সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায় মাঠে নামবে বাংলাদেশ।