অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। সিরিজের প্রতিটি ম্যাচ সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে আজ (শুক্রবার) বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয়েছে দেরিতে। এই ম্যাচে জয় পেলেই প্রথমবারের মত সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছিলো ২৩ রান ও ৫ উইকেটে।
বাংলাদেশ: নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
অস্ট্রেলিয়া: অ্যালেক্স ক্যারি, ব্যান ম্যাকডারমট, মিচেল মার্শ, মইসেস হ্যানরিকস, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যান ক্রিশ্চিয়ান, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।