পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ জিতে ২-০ ব্যবধানে লিড নিয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে ২৩ আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটে। তৃতীয় ম্যাচে জিতলেই নতুন এক ইতিহাস গড়বে বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের ত্রাস অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের যে কোন ফরম্যাটে এটিই হবে বাংলাদেশর প্রথম সিরিজ জয়।
এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে ৬ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া জিতেছে ৪টিতে আর বাংলাদেশ জিতেছে দুইটিতে। আজকের ম্যাচ জিতে বাংলাদেশ চাইবে সেই ব্যবধান কমিয়ে আনার। সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজ জিতে প্রস্তুটাও ভালোমত সারবে টাইগার ক্রিকেটারররা। অন্যদিকে সিরিজ হারের শঙ্কায় থাকা আস্ট্রেলিয়ার লক্ষ্য যে কোন উপায়েই হোক সিরিজে টিকে থাকা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি।