বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগেই দল থেকে ছিঁটকে গেছে অজিদের পেস বোলার রিলে মেরিডিথ। তার জায়গায় দলে এসেছে আরেক পেসার নাথান অ্যালিস। (সোমবার) অফিসিয়াল প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
এর আগে চোটের কারণে এই সিরিজ মিস করছে অস্ট্রেলিয়া দলের নিয়মিত অধিনায়ক ফিঞ্চ। ব্যক্তিগত দেখিয়ে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড ওয়ার্নার।
বংলাদেশ দলেও নেই সিনিয়র ক্রিকেটারররা। তামিম ইকাল খান ও মুশফিকুর রহিম খেলতে পারছে না। লিটন দাসও নিজেকে সরিয়ে নিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল (মঙ্গলবার)সন্ধ্যা ৬টায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে মিরপুরে।
অস্ট্রেলিয়ার পরিবর্তিত দল: ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস, জশ হ্যাজেলউড, মোয়েসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।