টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেটে ভয়াবহ বন্যায় স্টেশনে পানি উঠায় শনিবার ১৮ জুন সিলেট স্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল।
এক দিন বন্ধ থাকার পর আবারও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রোববার ১৯ জুন বিকেল ৩টা ৪৫ মিনিটে পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।
বিষয়টি দুপুর আড়াইটায় গণমাধ্যমকে নিশ্চিত করে সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, রোববার দুপুর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।