শেষ হলো প্রধানমন্ত্রীর ৩ ঘণ্টার সিলেট সফর। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেছেন।
তিনি ২১ জুন মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখান থেকে তিনি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান তিনি। এরপর প্রধানমন্ত্রীর বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে সিলেট ছেড়ে যায়।
এর আগে মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও তৎসংলগ্ন এলাকার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।