মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল নিজেদের প্ল্যাটফর্মথেকে যৌনতাকেন্দ্রিক কনটেন্ট বিষয়ে নতুন নিষেধাজ্ঞার অংশ হিসাবে ‘সুগার ড্যাডি অ্যাপস’ নিষিদ্ধ করবে। ‘যৌন সম্পর্কের বিনিময়ে প্রতিদান’র বোঝাপড়ায় সহায়তা করে এমন কনটেন্ট সরাবে গুগল। এ গুলো সুগার ড্যাডি ঘরানার শ্রেণিতে পড়ার কারণে সেগুলোও মুছে দেওয়া হবে।
সার্চ জায়ান্ট প্রতিষ্ঠানটি চলতি বছরের পহেলা সেপ্টেম্বর ২০২১ থেকে নতুন নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে উল্লেখ করেছে। ২০১৫ সালে ‘সুগার ড্যাডি’ এ শব্দ দুটি ব্যাপকভাবে আলোচনায় আসে। সে বছর হ্যাকিংয়ের কবলে পড়েছিল পরকীয়া বিষয়ক অ্যাপ অ্যাশলি ম্যাডিসন, গ্রাহক তালিকাও বেহাত হয়ে গিয়েছিল। এখন গুগলের আপডেটেড প্লে স্টোর নীতিআবার নতুন করে শব্দটি সামনে নিয়ে এসেছে। সম্পদশালী বয়স্ক ব্যক্তিকে বোঝানো হয় ‘সুগার ড্যাডি’। সাধারণত যিনি যৌন সুবিধা পাওয়ার বিনিময়ে (সাধারণত অল্প বয়স্ক নারীকে) আর্থিক সহায়তা দিয়ে থাকেন। যে অ্যাপগুলো এ ধরনের সম্পর্ক তৈরির প্ল্যাটফরম হিসাবে কাজ করে সেগুলো অ্যাপগুলোই সুগার ড্যাডি অ্যাপ নামে পরিচিত।
এরকম অনেক রকমের সুগার ড্যাডি শ্রেণির অ্যাপ রয়েছে গুগলে। আবার ডেভেলপাররা কিছু কিছু অ্যাপের নামে সরাসরিই ‘সুগার ড্যাডি’ দিয়ে রেখেছেন। অ্যাপের অন্যান্য নামের মধ্যে দেখা গেছে ‘মিলিয়নিয়ার স্পয়েল, সিঙ্গেলম’এবং ‘সিকিংঅ্যারেঞ্জমেন্ট’। তবে স্পয়েল অ্যাপটি নিজ বর্ণনাতেই দিয়ে রেখেছে, ‘যে এখানে আপনি সম্পদশালী সুগার ড্যাডি খুঁজে পাবেন এবং যারা গোপন সমঝোতায় আসতে চায়, এছাড়া আপনি অন্য আকর্ষণীয় নারী খুঁজে পাবেন যারা উদার পুরুষ খুঁজছেন। তবে ধারণা করা হচ্ছে, এ অ্যাপটিসহ এরকম সব অ্যাপ গুগল সেপ্টেম্বরের ১ তারিখে মুছে দেবে।
সুগার ড্যাডি অ্যাপস’ নিষিদ্ধ হতে পারে গুগলে

Advertisement
Advertisement