মৌসুমের শুরুটা দুর্দান্ত হলো চেলসির। উয়েফা সুপার কাপে ভিয়ারিয়ালকে উড়িয়ে দিয়ে শিরোপা ঘরে তুললো অল ব্লুজরা। চেলসি। ক্লাব ফুটবলের মৌসুম শুরু আগে প্রতিবছরই চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের শিরোপা জয়ীদের নিয়ে আয়োজন করা হয় উয়েফা সুপার কাপ।
বেলফাস্টে ম্যাচের নির্ধারিত সময় ১-১ গোলে ড্র হলেও ট্রাইব্রেকারে নির্ধারিত হয় রেজাল্ট। সেখানে ৬-৫ গোলে ভিয়ারিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেলসি। চেলসির বদলি গোলরক্ষক কেপা আরিসাবালাগার কল্যানেই শিরোপা জিতে অল ব্লুজরা। নৈপুন্যে ৬-৫ গোলে জিতেছে চেলসি।
এর আগে ম্যাচের ২৭ মিনিটে মরক্কোর মিডফিল্ডার জিয়াখের স্কোরে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে ৭৩ মিনিটে জেরার্ড মরেনোর স্কোরে সমতায় ফেরে ভিয়ারিয়াল।