২০ সেপ্টেম্বর, ২০২৪, শুক্রবার

আজও সূচক নিম্নমুখী, লেনদেনেও ধীরগতি

Advertisement

ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি থাকায় সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ১৩ জুন সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। লেনদেনের প্রথম ঘণ্টায় বাজারটিতে (ডিএসই) সূচক কমেছে ১৭ পয়েন্ট।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫০ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দামও। আবার লেনদেনে ধীরগতি দেখা গেছে। ক্রেতার তুলনায় বিক্রেতা কম থাকায় বাজারটিতে শেয়ারের দাম কমছে বলে মনে করেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ৩৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে ১১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২০৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির দাম।

প্রথম ঘণ্টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ পয়েন্ট কমে ৬ হাজার ৪১৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক কমেছে ১ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক কমেছে ৪ পয়েন্ট। এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৭১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার টাকা। গতকাল একই সময়ে লেনদেন হয়েছিল ১৬৮ কোটি ৫৩ লাখ ৮ হাজার টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট কমে ১৮ হাজার ৮৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ৩ কোটি ২০ লাখ ৭২ হাজার ৯৭৮ টাকার শেয়ার।

সিএসইতে দিনের প্রথম ঘণ্টায় ১৪৬টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৩৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement