২৭ মার্চ, ২০২৫, বৃহস্পতিবার

সড়ক দুর্ঘটনায় সেনাসদস্যের মৃত্যু, পুলিশ সদস্য আহত

Advertisement

শনিবার ২৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় রেদোয়ান হোসেন (২০) নামের এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে। সে সময় মো. শরীফ নামের আরেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়ে নোয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসদস্য রেদোয়ান হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। আহত পুলিশ সদস্য মো. শরিফ নোয়াখালীর সদর উপজেলার পূর্ব এজবালিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, নোয়াখালীর সুবর্ণচর-হাতিয়া সড়কে মোটরসাইকেলযোগে চেয়ারম্যানঘাট যাচ্ছিলেন রেদোয়ান হোসেন। এ সময় রাস্তায় থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সংঘর্ষে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়দের সহযোগিতায় তাদের নোয়াখালীর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আহত পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম।

তিনি বলেন, সেনাসদস্য ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আমরা আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছি।

এ ঘটনায় চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত সেনাসদস্যের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement