এ বছরের সেপ্টেম্বর মাসেই তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। কিরগিজস্তানে গিয়ে ফিলিস্তিন ও কিরগিজস্তান জাতীয় দলের বিপক্ষে একটি ও কিরগিজস্তান অলিম্পিক দলের বিপক্ষে খেলবে আরেকটি ম্যাচ। ৫, ৭ ও ৯ সেপ্টেম্বর এই তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আজ জাতীয় দল কমিটির ভার্চুয়াল সভায় হয়েছে এম সিদ্ধান্তাই।
জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ বলেন, ‘সামনে আমাদের জাতীয় দলের সাফ রয়েছে। এই লক্ষ্যে আমাদের দলের প্রস্তুতির জন্য সেপ্টেম্বর উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে। আগামী রবি-সোমবারের মধ্যে এই ম্যাচগুলোর ব্যাপারে ফিফা স্বীকৃতি পাওয়া যাবে।’