টোকিও অলিম্পিকে স্বর্ণ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেছে ব্রাজিল। মিশরের বিপক্ষে ১-০ গোলে জিতে সেমিফাইনালে উঠেছে ব্রাজিল অনুধ্ব-২৩ দল। টোকিও সাইতামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত এক গোলের বেশি দিতে পারেনি। পুরো ম্যাজে প্রতিপক্ষের জালে মোট ১১টি শর্ট নিয়েছিলো ব্রাজিল। ৫টি ছিল অন-টার্গেট শট। আর মিশর শর্ট নিয়েছে ৫টি যেখানে টার্গেটে ছিলো ২টি। ৩৭ মিনিটে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন কুনহা।