১১ ফেব্রুয়ারি, ২০২৫, মঙ্গলবার

সৌম্যের সমালোচনা করায় চটেছেন রাসেল ডোমিঙ্গো

Advertisement

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ম্যান অবদ্যা সিরিজ হলেও অস্ট্রেলিয়া সিরিজে ঠিক সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি সৌম্য সরকার। এর পর থেকেই সমালোচনা শুরু হয় তাকে নিয়ে। কেনো সৌম্যকে দলে রাখা হয়েছে সেই বিষয় নিয়েও প্রতিবেদন করতে থাকে সাংবাদিকরা। আর এর ফলেই চটেছেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

বিসিবিতে গণমাধ্যমের সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, আচ্ছা বলেন তো এই সিরিজে কয়জন ওপেনার রান করতে পেরেছে? হ্যাজলউড, স্টার্ক বিশ্বের সেরা বোলারদের নিয়ে অস্ট্রেলিয়া তাদের বোলিং আক্রমণ সাজিয়েছে। পিচও ছিল ব্যাটসম্যানদের জন্য খুব কঠিন। তারা তাদের সেরাটা দিয়েই চেষ্টা করেছে।

তিনি আরও বলেন, দুই ম্যাচ যেতে না যেতেই মানুষ সৌম্যকে নিয়ে সমালোচনা শুরু করেছে। কিন্তু দুই ম্যাচ আগেই সে ম্যান অব দ্যা সিরিজ ছিল সেটা সবাই ভুলে গেছে। খেলোয়াড়দের সমর্থন দিতে হবে। এক-দুই ম্যাচে রান পেলে দল থেকে বাদ দেওয়া যাবে না। এই ব্যাপারে অনুগ্রহ করে আপনারা সংযত হন।’

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement