কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার ও সৌরভ দাস ছুটি কাটাতে গিয়েছিলেন পাহাড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবিও দিয়েছিলেন। সেখানে তাদের দুজনকে খাওয়া দাওয়া করতে দেখা গিয়েছিলো একসাথে। তাদের দুজনের ছবি শহরের একটি পর্যটন সংস্থার ওয়েব সাইটে দেখা গিয়েছিলো। পরে অবশ্য তা মুছে দেওয়া হয়েছে। বিষয়টি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দ্রুতই।
দীর্ঘ দিন ধরেই অনিন্দিতা বসুর সাথে বসবাস করে আসছেন সৌরভ, এক মাস আগেই প্রথমবারের মত এমন গুঞ্জন উঠেছিলো। কাজের কারণে নাকি মুম্বাইয়ে গিয়েছিলেন এক সাথে। তাঁর অনুপস্থিতিতে সৌরভের সাথে বিশেষ বন্ধুত্ব গড়ে ওঠে মধুমিতার। তবে এমন গুঞ্জনে কান দেননি সৌরভ-মধুমিতা। আনিন্দিতাও এই ব্যপারে মুখ খোলেননি। তবে গেল শনিবারের ঘটনায় এই গুঞ্জন আরও জোরদার হয় নতুন করে।
আসল ঘটনা জানতে কোলকাতার একটি নাম করা গণমাধ্যমে ফোন করে ভ্রমণ সংস্থার তারা বলেন, ২০২০ সালের শেষের দিকে সেই ভ্রমন সংস্থার সাথে পাহাড়ে ঘুরতে গিয়েছিলো সৌরভ ও মধুরিতা। বেশ কিছু দিন ছিলেন এক সঙ্গে। তাদের দুজনের ছবি তুলেছিলেন সেই ব্যক্তির ভাই।