স্প্যানিশ লা-লিগায় রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে লেভান্তে। ভ্যালেন্সিয়ায় লেভান্তের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে রিয়াল। এই ড্রয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। রাতে ম্যাচের শুরুতে গ্যারেত বেলের স্কোরে রিয়াল এগিয়ে গেলেও লিড ধরে রাখতে পারেনি রিয়াল। ম্যাচের ৪৬ ও ৫৭ মিনিটে মার্টি ও ক্যম্পানার স্কোরে লিড নেয় লেভান্তে। ৭৩ মিনিটে ভিনিসিয়াস স্কোর করে সমতায় ফিরলেও ৭৯ মিনিটে আবারও এগিয়ে যায় লেভান্তে। এবারের স্কোরার রোবার, তবে ম্যাচের ৮৫ মিনিটে আবারও রিয়ালকে সমতায় ফেরান ভিনিসিয়াস। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় দুই দলকে।
এদিকে দিনের আরেক ম্যাচে এলচের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদ।