রোববার ২৮ নভেম্বর সকাল ৯টায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার ভোটকেন্দ্র পরিদর্শনকালে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। মতলব দক্ষিণ উপজেলার উপাধি দক্ষিণ ইউনিয়ন পরিষদের ৪ নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৯টায় ওই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউসুফ পাটোয়ারী ভোটকেন্দ্র পরিদর্শন করতে আসে। কেন্দ্রের প্রবেশ দ্বারে আসার সঙ্গে সঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী গোলাম মোস্তফার কয়েকজন সমর্থক তার ওপর অতর্কিত হামলা চালায়।
সে সময় তারা ইউসুফ পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। যদিও দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উভয়পক্ষের কর্মী সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় র্যাবের স্ট্রাইকিং ফোর্স।
এ নিয়ে হামলার শিকার স্বতন্ত্র প্রার্থী ইউসুফ পাটোয়ারী বলেন, সকালে আমি বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে আসি। তখন কাদির গাজী নামে একজনের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকা দেশে আমরা এ ধরনের হামলা প্রত্যাশা করি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আন্তরিক আহ্বান জানাই।
এ ব্যাপারে ৪ নং বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা রনজিত কুমার বসু জানান, পরিস্থিতি এখন স্বাভাবিক আছে। হামলার ঘটনায় ভোটকেন্দ্রে কোনো প্রভাব পড়েনি। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।