মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ ফুটবলার নোয়া গেজার। নেদারল্যান্ডের বিক্ষাত ফুটবল ক্লাব আয়াক্সে খেলতেন তিনি। ক্লবা কতৃপক্ষ সে দেশের গণমাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মৃত্যুর খবরটি জানায়। ১০১৮ সালে আয়াক্সের সাথে ফুটবলের সম্পর্ক গড়েন নোয়া গেজাব। ক্লাবের হয়ে অনুধ্ব ১৭ দলের হয়ে খেলার কথা ছিলো এই ১৬ বছর বয়সী তরুণের। কিন্তু মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাকে বিদায় নিতে হয়েছে পৃথিবী থেকে। এই ফুটবলারের স্বরণে আজ (রোববার) ক্লাব কমপ্লেক্সের পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সাথে ১ মিনিট নিরবতা পালন করা হবে আয়াক্স ও আয়াক্স ওয়ানের ম্যাচে।