এর আগের অলিম্পিকের চ্যাম্পিয়ন ব্রাজিল এবারও সেই পথেই এগুচ্ছেন তারা। আজ বিকেলেই বোঝা যাবে এবারের অলিম্পিকে কাদের ঘরে ওঠে স্বর্ণপদক। সেই লক্ষ্যেই মাঠে নামবে সেলেসাওরা। স্পেনের বিপক্ষে জয় তুলে নেওয়া খুব বেশি সহজ না হলেও জয়ের ব্যপারে বেশ আত্মবিশ্বাসী দলের খেলোয়ারড়া। তাদের লক্ষ্য টানা দ্বিতীয়বার অলিম্পিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা।
অন্যদিকে স্প্যানিসদের লক্ষ্য অলিম্পিকের পদক ক্ষরা কাটানো। ১৯৯২ সালের পর এবারই প্রথম তাদের সামনে এসেছে স্বর্ণ পদক জয়ের হাতছানি। তারাও ছেড়ে কথা বলবে না ব্রাজিলিয়ানদের।
আজ শনিবার, টোকিওর ইয়োকোহামা স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় মুখোমুখি হবে স্পেন ও ব্রাজিল।
ব্রাজিলের জুনিয়রদের সাথে এখন পর্যন্ত মুখোমুখি দেখা হয়নি স্পেনের জুনিয়রদের। তবে দুই দেশের জাতীয় দল এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৯ বার। যার মধ্যে পাঁচ ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল। ড্র হয়েছে দুই ম্যাচ আর স্প্যানিসরা জিতেছে দুটি ম্যাচে।