স্পেনের বিপক্ষে ড্র করে টোকিও অলিস্পিক থেকে বিদায় নিলো অর্জেন্টিনা। নিজেদের তৃতীয় ম্যাচে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করে এবারে অলিম্পিক থেকে ছিটকে পড়ে তারা। টোকিওতে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে স্পেনকে হারাতে হবে এমন মিশন নিয়েই মাঠে নেমেছিলো আর্জেন্টিনা। তবে স্পেন সেই সুযোগ দেয়নি আর্জেন্টাইনদের।
ম্যাচের প্রথমার্ধ গোলশূণ্য ভাবে শেষ হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ৬৬ মিনিটে গোল করে দলকে লিড এনে দেয় স্পেন। ম্যাচের ৮৭ মিনিটে আর্জেন্টিনা স্কোর লেভেল করলেও লিড নিতে পারেনি তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয় তাদের। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার আগেই অলিম্পিক মিশন শেষ হয় আর্জেন্টিনার।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছিলো আর্জেন্টিনা। পরের ম্যাচে মিশরের সাথে জিতলেও শেষ পর্যন্ত তৃতীয় ম্যাচে স্পেনের বিপক্ষে ড্র করে বিদায় নেয় আর্জেন্টিনা অনুধ্ব ২৩ দল।