হাসপাতালে এক নারী ধারালো ছুড়ি নিয়ে দৌঁড়াচ্ছে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের রোগী ও তাদের স্বজনরা। আজ শুক্রবার এমন ঘটনাই ঘটেছে চাঁদপুর সরকারি হাসপাতালে করোনা ওয়ার্ডে। করোনায় আক্রান্ত হয়ে ওই নারীর স্বামি চিকিৎসাধীন অবস্থায় মারাযান এদিন দুপুরে।
স্বামীর মৃত্যুর পর ফল কাটার চাকু নিয়ে ওয়ার্ডে রোগীর স্বজনদের পাশাপাশি চিকিৎসক ও নার্সদের ধাওয়া করতে থাকেন এবং এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফ্লোরে পড়ে যান।
এই ঘটনা সামনে থেকে দেখারা জানিয়েছেন দেলোয়ার হোসেন যিনি ফরিদঘঞ্জ উপজেলার দক্ষিণ রূপসা এলাকার থেকে হাসপাতালে করোনা টেস্ট করান এবং তার ফল পজেটিভ আসে। তবে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার, দুপুরে তিনি মারা যান।
এ ঘটনায় তার সহধর্মিণী কুলসুমা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ছুরি নিয়ে করোনা ওয়ার্ডের নার্স ও স্বজনদের ধাওয়া করেন। একপর্যায়ে হাসপাতালের কর্মচারীদের সহায়তায় ওই নারী শান্ত হন। পরে তিনি জ্ঞান হারিয়ে হাসপাতালের ফ্লোরে শুয়ে পড়েন।
হাসপাতালে কর্মরত আলআমিন বলছেন, হঠাৎ করেই ওই নারী ফলকাটা ছুরি নিয়ে দ্বিতীয় তলায় এদিক থেকে ওদিক ছুটাছুটি করতে থাকেন। পরে যখন তিনি শান্ত হন তখন তার মৃত স্বামীকে অ্যাম্বুলেন্সে করে নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এই হাসপাতালের ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল জানান, গতকাল দেলোয়ার হোসেন এই হাসপাতালে ভর্তি হন। তার অক্সিজেন লেভেল খুবই কম ছিলো। আমরা চেষ্টা করেও মেষ পর্যন্ত তাকে বাঁচাতে পারিনি। তিনি বলেন, স্বামীর মৃত্যু সহ্য করতে না পেরে মানষিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন স্ত্রী।