১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

শ্রমিকরা কর্মস্থলে ফেরায় সংক্রমণ বাড়তে পারে- স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

মহামারী করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে বিভিন্ন স্থান থেকে গার্মেন্টস শ্রমিকরা কর্মস্থলে ফেরায় করোনা সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হঠাৎ ঘোষণায় গার্মেন্টস  শ্রমিকরা ঝুঁকি নিয়ে কর্মস্থলে ফিরছে, তা আমাদের জন্য আরও ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে আসতে পারে।

আজ (১ আগস্ট) রোববার দুপুরে মন্ত্রী মহাখালীর বিসিপিএস অডিটোরিয়াম হলে ১ম বর্ষ এমবিবিএস শিক্ষার্থীদের ক্লাস শুরুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন আগামী এক সপ্তাহের মধ্যে এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়া হবে। সেজন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। দেশে করোনার সংক্রমন এখনও ঊর্ধ্বমুখী। আর এমতাবস্থায় সবাইকেই বিধিনিষেধ মেনে চলতে হবে।

এ মাসের (আগস্ট) ৭ তারিখ থেকে উপজেলা পর্যায়ে টিকা দেওয়া হবে। বয়স্কদের মধ্যে যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারাও টিকা পাবেন। সেই সাথে  গর্ভবতীদের টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছেও বলে জানান মন্ত্রী।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement