১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

হাসপাতালে জায়গা নেই, রোগী রাখতে হোটেল খুঁজছি : স্বাস্থ্যমন্ত্রী

Advertisement

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, হাসপাতাল করার মতো আর জায়গা নেই। হাসপাতালের মাঝেও খালি নেই। আর কোনো উপায় না পেয়ে আমরা এখন হোটেল খুঁজছি, যেন মৃদু আক্রান্তদের সেখানে রাখতে পারি।

আজ মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে বিধিনিষেধ নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী এসব কথা সাংবাদিকদের বলেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সভায় সভায় সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনায় আক্রান্ত সবাইকে তো হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে না। তবে যারা হালকা ও মাইল্ড কেসের রোগী তাদের জন্য আমরা আলাদা হোটেল ভাড়া করার চিন্তা করেছি, ডাক্তার, নার্স ও ওষুধপত্র সহ অক্সিজেনের ব্যবস্থাও আমরা রাখব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখন পর্যন্ত হাসপাতালে ৯০ শতাংশ শয্যা পূর্ণ হয়ে গেছে। এখন পর্যন্ত আইসিইউ ৯৫ শতাংশ পূর্ণ। এ নিয়ে ভেবে আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করছি। ইমিডিয়েটলি সেখানে আমরা হয়তো ৫০০/৬০০ শয্যা প্রস্তুত করতে পারব। পরে তা পর্যায়ক্রমে এক হাজার শয্যায় নেওয়া যাবে।

তিনি বলেন, চলতি (আগস্ট) মাসের ৭ থেকে পরবর্তী ৭ দিনের জন্য দেশে প্রত্যেকটি ইউনিয়ন-ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সে ৭দিনে আমরা প্রায় ১ কোটি টিকা দেব। আমাদের হাতে সোয়া কোটি টিকা মজুত আছে। কিছু দিনের মধ্যেই আরও ১ কোটি টিকা আমাদের হাতে এসে পৌঁছাবে।

স্থানীয়ভাবে টিকা উৎপাদন করার ওপর জোর দেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা ইতোমধ্যে চীনের সিনোফার্ম এবং বাংলাদেশের একটি কোম্পানির সঙ্গে আলোচনা করেছি। এমন কি সেই টিকা উৎপাদন করার কার্যক্রম অনেকদূর এগিয়ে গেছে। আমরা আইন মন্ত্রণালয়ের অনুমতিও পেয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement