১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

স্মার্ট বলের ব্যবহার শুরু হচ্ছে ক্রিকেটে

Advertisement

ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে স্মার্ট বল, উইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেট লিগ (সিপিএলএ) এবারই প্রথম ব্যবহার করা হবে এই স্মার্ট বল। এই বল দেখেতে অন্যনা্য ক্রিকেট বলের মতই কিন্তু এই বলে থাকবে একটি আবরণ যে আবরণের ফলে বল ট্র্যাকিং টেকনোলজির চেয়েও বেশি তথ্য পাওয়া সম্ভব। বোলেরর হাত থেকে বল ডেলিভারি হওয়ার পর থেকে ব্যাটারের কাছে যাওয়া পর্যন্ত বলের গতি ও স্পিনের তথ্য পাওয়া যাবে দ্রুত সময়ের মধ্যে। একদম ওই সময়ই ধারাভাষ্যকারের কাছে চলে যাবে এসব তথ্য এমন কি টিভির পর্দায়েও দেখা যাবে এটি।

এ বল ক্রিকেটে ব্যবহারের বিষয়ে সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল জানালেন, আমার খুব ভালো লাগছে যে বিশ্বক্রিকেটে আমরাই প্রথম এমন বল ব্যবহার করছি। অসাধারন এক টেকনোলজি এটি। কুকাবুরার এই স্মার্ট বলটি ব্যবহারের জন্য আমরা মুখিয়ে আছি। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement