১৫ ফেব্রুয়ারি, ২০২৫, শনিবার

নানান অজুহাতে মানুষ বাড়ছে সড়কে

Advertisement

কঠোর বিধিনিষেধে গণপরিবহন বন্ধ থাকায় রাজধানীর প্রধান সড়কগুলো এখন রিকশার দখলে। আবার কোনো কোনো অংশে চলছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন। আবার কয়েকজনে মিলে ভ্যান ভাড়া করে ছুটছেন গন্তব্যে। কেউ কেউ যানবাহনের ভাড়া বেশি থাকায় হেঁটেও গন্তব্যে ছুটছেন।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেওয়া তথ্য মতে, বাহিরে বের হওয়া বেশিরভাগ মানুষের হাতেই হাসপাতালের প্রেসক্রিপসন। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়, তারা সবাই বলে হাসপাতালে যাচ্ছি। তারই মধ্যে আবার আজ থেকে শুরু হয়েছে গণ টিকাদান কার্যক্রম। অধিকাংশ মানুষ-ই বলছেন তারা টিকা দিতে যাচ্ছেন। যার কারণে মানুষ আরও বেশি বের হচ্ছে।

আজ শনিবার উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি ১৫ নাম্বার, জিগাতলা, সিটি কলেজ মোড়, রাসেল স্কয়ার মোড়, লালমাটিয়া বাসস্ট্যান্ড এবং সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ঘুরে দেখা যায়, অসংখ্য মানুষ চলাচল করছে। প্রতিটি রিকশায় দুই জন চড়লেও মাঝে মধ্যে তিন জনও দেখা যাচ্ছে। বিধিনিষেধে মোটরসাইকেলে যাত্রী পরিবহন নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না।

প্রতিদিনের চেয়ে আজ ব্যক্তিগত গাড়িতেও অনেক মানুষ যাতায়াত করছে। রাজধানীর আসাদগেটের ফুটপাত দিয়ে ব্যাগ নিয়ে হেঁটে চলছিলেন সোনিয়া নামের এক মহিলা। তিনি বলেন, গত রাতে গাইবান্ধা থেকে রওনা হয়ে আজ ঢাকায় এসেছি। আমিনবাজার নামিয়ে দিয়েছে বাস। কিন্তু আমার যেতে হবে সাইনবোর্ড। সাইনবোর্ড যেতে রিকশাগুলো ৭০০-৮০০ টাকা ভাড়া চায়। এত টাকা ভাড়া দিয়ে আমার পক্ষে সম্ভব না। এজন্য হেঁটেই রাজধানী পার হচ্ছি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement