২১ জানুয়ারি, ২০২৫, মঙ্গলবার

হংকংয়ে বিতর্কিত নিরাপত্তা আইনে প্রথম কারাদণ্ড

Advertisement

“তং ইং-কিট” (২৪) নামের হংকংয়ের ওপর চীনের চাপিয়ে দেওয়া বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনে প্রথম এক ব্যক্তিকে ৯ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ (৩০ জুলাই) শুক্রবার এ সাজা ঘোষণা করা হয়।নানারকম সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার দায়ে তংকে এই সাজা দেওয়া হয়েছে।

এই প্রথম আইনে সাজা চীন নিয়ন্ত্রিত শহরটিতে গণতন্ত্রপন্থিদের আন্দোলনে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। পূর্বে বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারকরা তংকে দোষী সাব্যস্ত করে রায় দেন ব্যক্তিকে।

রাস্তায় থাকা পুলিশ কর্মকর্তার ওপর মোটরবাইক তুলে দেওয়ায় গত বছরের জুলাইয়ে তংকে গ্রেফার করা হয়েছিল। সে সময় তার কাছে ছিল একটি কালো রংয়ের পতাকা। সে পতাকাতে লেখা ছিল ‘হংকংকে স্বাধীন করাই আমাদের সময়ের বিপ্লব’।

এ জাতীয় নিরাপত্তা আইনে দোষীদের সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়ার বিধান রাখা হয়েছে। পরে তা কার্যকর হওয়ায় এখন পর্যন্ত বিতর্কিত এই আইনটির আওতায় হংকংয়ের শতাধিক বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এ আইনে এই প্রথম কাউকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া হলো।

অন্যদিকে সমালোচকরা বলছেন, এ আইনটির মাধ্যমে হংকংয়ের স্বায়ত্তশাসন খর্বের পাশাপাশি গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের সাজা দেওয়ার পথ তৈরি হয়েছে। কিন্তু চীনের বক্তব্য,হংকংয়ে স্থিতিশীলতা আনতেই এই আইনের প্রয়োজন ছিল

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement