১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

কাল খুলছে হাইকোর্টের ১২টি বেঞ্চ, চলবে আপিল বিভাগও

Advertisement

আগামীকাল রবিবার থেকে হাইকোর্টের ১২টি বেঞ্চ ভার্চুয়ালি বিচারকাজ শুরু করতে যাচ্ছে। সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভায় এ বেঞ্চসমূহ গঠন করেন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এরমধ্যে ৯টি ডিভিশন বেঞ্চ ও ৩টি একক বেঞ্চ গঠন করা হয়েছে।

এর পূর্বে বৃহস্পতিবার প্রধান বিচারপতির ডাকা ফুলকোর্ট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। গতকাল শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এসব বেঞ্চের তালিকা প্রকাশ করা হয়।

আগামীকাল রোববার সকাল ১০টা থেকে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ অনুসরণ করে ১২ আগস্ট বিকেল পর্যন্ত উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হয়েছে।

বিচারপতি মো. আব্দুল হাফিজ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি ফারাহ মাহবুব, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি শেখ মো. জাকির হোসেন, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি জে বি এম হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বে ডিভিশন বেঞ্চ ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার, বিচারপতি মাহমুদুল হক এবং বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চ বিচারকাজ পরিচালনা করবেন।

আপিল বিভাগও রোববার থেকে পুরোদমে ভার্চুয়ালি শুরু হতে যাচ্ছে। শনিবার দুপুরের মধ্যে আপিল বিভাগের কার্যতালিকা সুপ্রিমকোর্টের ওয়াবসাইটে প্রকাশ করা হবে জানানো হয় ।

আপিল বিভাগের রেজিস্টার কর্তৃক জারিকৃত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারিক কার্যক্রম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে ৮ আগস্ট থেকে পরিচালিত হবে। আপিল বিভাগের এক নম্বর কোর্টের কার্যতালিকা (কজলিস্ট) শনিবার দুপুর ১২টার মধ্যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যথারীতি পাওয়া যাবে।

এছাড়া বিধিনিষেধ শিথিল করা হলে আগামী ১৬ই অগাস্ট থেকে হাইকোর্টের সবগুলো বেঞ্চ খুলে দেয়া হতে পারে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement