দলবদ্ধ রাস্তা পার হচ্ছিল হাতিগুলো। এসময় স্থানীয়রা চা-বাগান সংলগ্ন রাস্তায় দাঁড়িয়ে হাতির দলকে ক্রমাগত উত্যক্ত করে যাচ্ছিলেন। সে সময়ই পাস্কাল মুন্ডা এক যুবককে একটি পূর্ণবয়স্ক হাতি আক্রমণ করে। এমনকি ওই হামলায় মৃত্যুও হয়েছে ওই যুবকের। ভারতের আসামের গোলাঘাট এলাকায় ঘটনাটি ঘটেছে।
নিহত যুবক আসামের নুমালিগড়ের মরঙ্গি চা-বাগানের বাসিন্দা। রবিবার বিকালে হাতির দল চা-বাগান সংলগ্ন ৩৯ নম্বর জাতীয় সড়ক পার হচ্ছিল। নেট মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাতির বড়সড় দলটি নিজেদের ঢঙেই পার হচ্ছিল রাস্তা। তখন তাদের দেখতে রাস্তার দু’দিকেই দাঁড়িয়ে ভীড় করেছেন প্রচুর মানুষ। নানা বয়সের লোকেদের দেখা যায় সেখানে। তার মাঝে রাস্তা পার হওয়ার সময় হাতির দলকে ক্রমাগ্রত উত্যক্ত করে যাচ্ছিল এক দল যুবক। সেটি অগ্রাহ্য করে দলবেধে যাওয়ার হাতির অধিকাংশ হাতিই রাস্তা পেরিয়ে চা-বাগানের অপর প্রান্তে পৌঁছে যায়।
তার মাঝে একটি হাতি হঠাৎ করে জনতার দিকে তেড়ে যায়। তখন সাথে সাথে সেখানে থাকা জনতা পালানোর জন্য হুড়োহুড়ি শুরু করে। পালানোর সময় পড়ে যায় ওই যুবক। তখন তাকে আক্রমণ করে হাতিটি