১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ

Advertisement

করোনা ইউনিটের পাশে হঠাৎ বিকট শব্দে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলায় সরকারি হাসপাতালে। তখন হাসপাতালের রোগীরা হতাশায় ছোটাছুটি করতে থাকেন।

গতকাল বুধবার (৪ আগস্ট) রাত প্রায় সাড়ে ১০টার দিকে হাসপাতালটির করোনা ইউনিটের নিচে খোলা স্থানে একটি অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়া সিলিন্ডারে তখন আগুন ধরে যায়। তখন সেখানে থাকা আরও ৭টি সিলিন্ডারের গ্যাস অটোমেটিক চলে যায়।

এ ঘটনায় রায়পুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় কোনো রোগী হতাহত হয়নি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. বাহারুল আলম বলেন, সামান্য্ সময়ের জন্য আল্লাহ রক্ষা করেছেন। তবে কোনো রোগী হতাহত হয়নি। আগুন লাগার ভয়ে তখন দোতলায় থাকা ‘করোনা ইউনিটের রোগীরা ছোটাছুটি করেছে
এ ঘটনায় রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, সে সময় ঘটনাস্থলে গিয়ে সব রোগীকে সান্ত্বনা দেওয়া হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

আরও জানা যায়, গত সাত দিন পূর্বে করোনা রোগীদের জন্য লক্ষ্মীপুরের রায়পুর সরকারি হাসপাতালকে একটি কোম্পানি আটটি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন। সে সিলন্ডিারগুলো হাসপাতালের করোনা ইউনিটের নিচে খোলা স্থানে ছিল।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement