১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

হাসপাতালে মশা উৎপাদনের ডিপো, লাখ টাকা জরিমানা

Advertisement

ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের বাহক এডিস বিরোধী অভিযানে এডিস মশার লার্ভা পাওয়ায় ধানমন্ডির নর্দান হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। এছাড়া আরও ১০টি  নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানকে ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১ এর ধানমন্ডি, হাতিরপুল, কলাবাগান ও বাংলামোটর, অঞ্চল-২ এর এজিবি ও ওয়াসা কলোনি, অঞ্চল-৩ এর কামরাঙ্গীরচর ও আজিমপুর, অঞ্চল-৫ এর উত্তর ও পশ্চিম যাত্রাবাড়ি ও জুরাইন, অঞ্চল-৮ এর ডেমরার বাউনিয়া জুট মিল ও ডেমরা মহিলা কলেজ এবং অঞ্চল-১০ এর শেখদী, শনির আখড়া, গোবিন্দপুর এলাকায় অভিযান চালায় ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত।

ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন সাংবাদিকদের বলেন, ‘সাধারণত অল্প পরিমাণ মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হয় না। অল্প পরিমাণ লার্ভা থাকলে মশক কর্মীরা সেটি ধ্বংস করে দেয়। কিন্তু এই হাসপাতালের বেসমেন্টে অনেক লার্ভা পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। হাসপাতালের মতো জায়গায় যদি এ ধরনের পরিবেশ থাকে তাহলে সাধারণ রোগীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ। তাই নর্দান হাসপাতালকে জরিমানার মাধ্যমে অন্যান্য হাসপাতালগুলোকেও একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।’

এছাড়া অভিযানকালে ১২টি স্থাপনা ও বাসা-বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। ডিএসসিসির মশক কর্মীরা লার্ভা ধ্বংস করে দিয়েছে এবং সেসব বাড়ির মালিককে সতর্ক করা হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায়ও অভিযান পরিচালনা করেছে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত। অভিযানে করপোরেশনের ২ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সফিউল আজমের আদালত ৬৬ হাজার টাকা জরিমানা করেন।

এডিসের লার্ভা বিরোধী অভিযানের পাশাপাশি দুই সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement