১২ ফেব্রুয়ারি, ২০২৫, বুধবার

হেলেনার বাসা থেকে জব্দ করা হয়েছে প্রয়োজনীয় কাগজ পত্র

Advertisement

নানা কারণে বিতর্কিত ব্যবসায়ী হেলেনার বাসায় আভিযান চালিয়েছিলো সিআইডি পুলিশ। ওই সময়ই সিআইডি তল্লাশি চালিয়েছিলো চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায়। সিআইডি পুলিশের এই তল্লাশিতে হেলেনার বাসা থেকে জব্দ করা হয় ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র। তবে বাকিদের বাসা থেকে কোনো মালামাল জব্দ করা হয়েছে কিনা তা জানয়নি সিআডি।

শনিবার (৭ আগস্ট) রাতে তল্লাশি শেষে এসব তথ্য জানান সিআইডির কর্মকর্তারা। তল্লাসিতে অঙশ নেওয়া এক কর্মকর্তা জানায় হেলেনার বাসায় তল্লাসির সময়ই নায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায়ও তল্লাসি চালান হয়। বিতর্কিত ব্যবসায়ী হেলেনার বাসা থেকে ল্যাপটপ, মোবাইল ফোন, পেনড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

প্রয়োজনে আবারও তল্লাশি করা হতে পারে বলে গণমাধ্যমে জানায় সিআইডি কর্মকর্তা। এর আগে শনিবার বিকেল ৩টায় হেলেনার বাসায় শুরু হয় এ তল্লাশি।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement