অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হেরেছে বাংলাদেশ। এর আগে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। ব্যাক টু ব্যাক ম্যাচ খেলে ক্লান্ত দুই দলের খেলোয়াড়রা। গেল ৬ দিনে দুই দল খেলেছে ৪ ম্যাচ। দুটি করে ম্যাচ খেলার পর একদিন করে রেস্ট ডে পায় বাংলাদেশ।
গেলো ম্যাচে সাকিব আল হাসানের পারফরমেন্সে হতাশ হয়েছে গোটা জাতি। তবে আগামীকাল (সোমবার) সিরিজের শেষ ম্যাচে সেই ক্ষতপুষিয়ে নিবে বাংলাদেশ সেই প্রত্যাশাই করছে বাংলাদেশ।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলে গেল ২৯ জুলাই দেশে ফেরে বাংলাদেশ। একই দিন অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে এসে চলে যায় তিন দিনের কোয়ারেন্টাইনে। এই মাসের এক তারিখ থেকে অস্ট্রেলিয়া শুরু করে অনুশীলণ। এর পরে ৬ আগস্ট থেকে মুল ম্যাচে মাঠে নামে দুই দল।
এর মধ্যেই চার ম্যাচ শেষ হয়েছে। সোমবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।