১৬ ফেব্রুয়ারি, ২০২৫, রবিবার

হোটেলের বিছানা নষ্ট করেছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা!

Advertisement

হোটেলের রুমের দেওয়াল ছিদ্র করা, বিছানা নষ্ট করা, তা ভেঙ্গে ফেলা এসব কিছুই অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের কাজ। এসবের জন্য অজি খেলোয়ারদের বিরুদ্ধেই অভিযোগ উঠেছে। অলিম্পিক কমিটি বলছে, হোটেল রুম ছেড়ে চলে যাওয়ার আগে অজি অ্যাথলেটরা ঘটিয়েছে এসব কাণ্ড। তাছাড়াও দেশে ফেরার ফ্লাইটে উঠে ‘অগ্রহণযোগ্য আচরণ’ করেছে অস্ট্রেলিয়ান খেলোয়াড়রা।

অলিম্পিক কমিটির এসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে ফুটবল ও রাগবি ইউনিয়ন। বিশেষ করে ফ্লাইটে ‘উগ্র আচরণ’ বিষয় নিয়ে তদন্বিত শুরু করেছে রাগবি ইউনিয়ন। এ নিয়ে অস্ট্রেলিয়া অলিম্পিকের সিইও ম্যাট ক্যারল বলেছেন, ওই ফ্লাইটের দায়িত্বে থাকা ক্রুদের থেকে কোন অভিযোগ আসেনি। তবে টোকিও অলিম্পিক কমিটি যে অভিযোগ করেছে তা খতিয়ে দেখা হবে।

অভিযোগ অস্বিকার না করলেও এসব আমলে নিতে চাইছেন না অলিম্পিকে অস্ট্রেলিয়ার দলনেতা ইয়ান চেস্টারম্যান। তিনি বলছেন, তরুণ কিছু খেলোয়াড় ভুল করেছে। রুম থেকে এভাবে আসা ঠিক হয়নি। তাই বলে তারা রুমগুলো পুরোপুরি নষ্ট করে আসেনি এটা আমি বলতে পারি। খুব বেশি ক্ষতি হয়নি। কার্ডবোর্ডের তৈরি বিছানা ভেঙে যাওয়া কোন কঠিন বিষয় নয়।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement