গুঞ্জন ছড়িয়েছিলো নেইমার জুনিয়র মেসির জন্য ১০ নম্বর জার্সি ছেড়ে দিবেন? কিন্তু সেই গঞ্জন গুঞ্জনই থেকে গেলো। মেসি ১০ নম্বর জার্সিটি পিএসজিতে পাচ্ছেন না এটা এখন নিশ্চিত। পিএসজি কতৃপক্ষ এমনটাই ঘোষণা করেছে আনুষ্ঠানিক ভাবে। তবে মেসির জন্য ১৩, ২৫, ২৬, ২৮, ৩০, ৩১ , ৩২, ৩৩ ও ৩৪ নম্বর জার্সি গুলি উন্মক্ত রয়েছে।
তবে ধারনা করা হচ্ছে শেষ পর্যন্ত মেসি মাঠে নামবেন ৩০ নম্বর জার্সিটি পড়েই, এর অন্যতম কারণ বার্সেলোনার হয়ে মেসি যখন প্রথম মাঠে নামে তখন তিনি এই ৩০ নম্বর জার্সিটিই পড়েছিলেন। এখন অপেক্সা করতে হবে মেসির জার্সি নম্বর জানার জন্য।