পুলিশের হাতে গ্রেফতার হওয়ার পর নিজের বিয়ের তথ্য দিয়েছে মডেল মৌ। গোয়েন্দা পুলিশ গণমাধ্যমে বলেছেন মডেল মৌ এখন পর্যন্ত ১১ টি বিয়ে করেছে। সেই সব স্বামীদের থেকে হাতিয়ে নিয়েছেন অঢেল সম্পত্তি। মাদক মামলায় গ্রেফতার হওয়া মৌয়ের সাথে ভিআইপিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। সেই সাথে কোনকিছু না করেই এত সম্পদের মালিক হওয়ার ব্যাপাটিও আমলে নিয়েছে তারা।
ডিবি পুলিশের তদন্তে বেরিয়ে আসে মৌয়ের ১১ বিয়ে করার তথ্য। মৌয়ের সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। পয়সাওয়ালা মানুষদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পর আবার নতুন কারও সাথে বিয়ের পিঁড়িতে বসতেন মৌ। তার আয়ের কোন উৎস না থাকলেও মোহাম্মদপুরে পাঁচতলা বাড়ি রয়েছে তার। তার তিনটি গাড়ী রয়েছে নেক্সাস, পাজেরো ও টয়োটা ব্র্যান্ডের।
ডিবি বলছে, মৌয়ের আন্ডারে কমপক্ষে ৫০ জন সুন্দরী তরুনী কাজ করছে, যাদের মুল কাজ হলো ধনীদের ফাঁদে ফেলে ভিডিও ধারণ করা এবং তা দিয়ে ব্লাকমেইল করা। এসবের ব্যপারে মৌ কোন নদুত্তর দিতে পারেনি।