৮ সেপ্টেম্বর, ২০২৪, রবিবার

১৫ আগস্টের শোককে শক্তিতে পরিণত করতে বললেন সাকিব আল হাসান

Advertisement

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়েছিলো। প্রত্যেক বছরই এই দিনটিকে পালন করা হয় জাতীয় শোক দিবস হিসেবে। শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের স্মরনে দেশ জুরে নানা আয়োজনও করা হয়।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাকিব আল হাসান তার ফেসবুক পেজে লিখেছেন ‘শোকের এই দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। ১৯৭৫ সালের আজকের এই দিনে সপরিবারে নিহত হন হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালি। এই শোককে শক্তিতে পরিণত করে আমরা জাতির পিতার রেখে যাওয়া বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবো বহুদূর।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়েই তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়ে হাজার হাজার মানুষ। তবে দেশ স্বাধীনের পর ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনা সদস্যের হাতে সপরিবার নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

Advertisement

আরও পড়ুন

Advertisementspot_img
Advertisement

ফেসবুক পেইজে লাইক দিয়ে পাশে থাকুন

Advertisement