স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের খেলা চলছে চট্টগ্রামে। প্রথম দিনে ৯০ ওভার খেলা সম্পন্ন করতে সমর্থ না হওয়ায় দ্বিতীয় দিন খেলা শুরুর সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে।
প্রথম দিন মোট ৮৫ ওভার খেলা হয়েছে। প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, এক দিনে অন্তত ৯০ ওভার খেলা সম্পন্ন হওয়ার রীতি রয়েছে। যে ৫ ওভার কম খেলা হয়েছে তা পুষিয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের খানিক আগে।
ম্যাচ অফিসিয়ালরা দুই দলের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছেন, দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু হবে। অর্থাৎ, শনিবার (২৭ নভেম্বর) দিনের খেলা শুরু হবে সকাল ৯টা ৪৫ মিনিট বা পৌনে দশটায়।
৪ উইকেটে ২৫৩ রান নিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিনের খেলা শুরু হবে। ম্যাচ জিততে হলে পাকিস্তানকে দ্রুতই আটকাতে হবে বাংলাদেশকে। দিনের প্রথম সেশনে সফরকারীরা তাই চাপ সৃষ্টির পরিকল্পনা নিয়েই মাঠে নামবে।