চলতি মাসেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড। বাংলাদেশ সফর শেষ করেই এখান থেকেই সরাসরি পাকিস্তানে চলে যাবেন তারা। এর ফলে দীর্ঘ ১৮ বছর পরে পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে নিউজিল্যান্ড। বৃহস্পতিবার পিসি জানায় গেল ১১ সেপ্টেম্বর পাকিস্তানে পৌঁছাবে কিউইরা। ১৭ তারিখ থেকে শুরু হবে মাঠের লড়াই। প্রথমে তিন ওয়ানডে সিরিজ শেষ করবে নিউজিল্যান্ড। ১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে।
এরপর লাহোরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৫, ২৬ ও ২৯ সেপ্টেম্বরে এই তিনি ম্যাচ আর পহেলা ও ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। বাংলাদেশ সফর শেষে ১৪ সেপ্টম্বর পাকিস্তান পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল।