কঠোর বিধিনিষেধে টানা ১৯ দিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে গণপরিবহণ। আজ বুধবার (১১ আগস্ট) সকাল থেকে সব আসনে যাত্রী নিয়ে সড়কে চলাচল করছে বাস।
আবার কোথাও কোথাও দাঁড়িয়ে যাত্রী নিয়ে বাস চলাচল করতেও দেখা গেছে। এমতাবস্থায় সব আসনে যাত্রী নেওয়ায় স্বাভাবিক ভাড়ায় যাত্রী সাধারণ চলাচল করতে পারছেন। সম্প্রতি এক প্রজ্ঞাপনে বলা হয়, সব আসনে যাত্রী পরিবহণ করলেও রাস্তায় নামবে মোট পরিবহণের অর্ধেক। আজ থেকে গণপরিবহনের পাশাপাশি সারা দেশে রেল ও নৌ যোগাযোগও চালু হয়েছে। আর আগে গত সোমবার রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
মঙ্গলবার রাতে করোনা সংক্রমণ রোধে সর্বশেষ কঠোর বিধিনিষেধ শেষ হলো। আজ (১১ আগস্ট) বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে প্রায় সবকিছু খুলে দেওয়া হয়েছে। সেই সাথে বিপণিবিতান, রেস্তোরাঁ, দোকানপাট খুলেছে। ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানও পুরোদমে কার্যক্রম চালু করেছে। বিশেষ করে বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও গণজমায়েতের স্থান ।
এর পূর্বে করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ১৪ জুলাই পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে সরকার। গত ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত কুরবানি ঈদ উপলক্ষে ও জীবন-জীবিকার প্রশ্নে বিধিনিষেধ শিথিল করা হয়। তারপর ঈদ উদযাপন শেষে ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হয় এবং তা শেষ হয় ১০ আগস্ট।